ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


গুজবের ঘটনায় গ্রেফতার ৭০ শতাংশই বিএনপি-জামায়াতের কর্মী


২৬ জুলাই ২০১৯ ০১:১৬

ছেলেধরা গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার ব্যক্তিদের ৭০ শতাংশের বেশি বিএনপি-জামায়াতের কর্মী বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বৃহস্পতিবার ন্যাপ ভাসানী আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ও জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়ে নানা ধরনের হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা নানা ধরনের অপকৌশলের আশ্রয় নিচ্ছে।
তিনি আরও বলেন, গ্রেফতার ব্যক্তিদের ৭০ শতাংশের বেশি হচ্ছে বিএনপি-জামায়াত গোষ্ঠীর মানুষ। অর্থাৎ রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে তারা নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে।

 

নতুনসময়/এমএন