ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


গণরোষেই খালেদা জিয়ার রাজনৈতিক পতন : তথমন্ত্রী


২২ জুলাই ২০১৯ ১৯:৩১

ছবি সংগৃহিত

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি হরতাল-অবরোধের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। নির্বাচন বন্ধ করার নামে মানুষের ভোটাধিকার হরণ করার অপচেষ্টা চালিয়েছে। তাদের এসব জনবিরোধী অপতৎপরতার কারণে গণরোষে খালেদা জিয়ার রাজনৈতিক পতন হয়েছে। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘গত ১০ বছর ধরে বিএনপি বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে আসছে। তারা খালেদা জিয়াকে মুক্ত করার জন্য কিংবা সরকার পতনের জন্য গণআন্দোলন করবে- এমন অনেক কথা বলেছে। এসব বক্তব্য অন্তঃসারশূন্য বা হুমকি-ধমকি হিসেবে জনগণের কাছে প্রমাণ হয়েছে।’

তিনি বলেন, ‘দেশে এখন শান্তি-স্থিতি বিরাজ করছে। এটি পুরো বিশ্ব সম্প্রদায় স্বীকার করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রীলংকা গিয়ে বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতার কারণে একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে, তার অনন্য উদাহরণ হচ্ছে বাংলাদেশ।’

পরে মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্য মন্ত্রণালয়ের ২০১৮-১৯ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, তথ্য সচিব আবদুল মালেক, ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নিজামুল কবীর, উপসচিব নাসরিন পারভীনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।