ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


মহাজোটের রূপকার আমি, আমিই মহাজোট শুরু করেছিলাম


১৭ জুলাই ২০১৯ ০৪:০৫

বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন পরিচালিত রাজনৈতিক জোট ‘মহাজোট’ গঠন বিদিশা এরশাদ শুরু করেছিলেন বলে দাবি করেছেন। তিনি বলেছেন, মহাজোটের রূপকার আমি, আমি নিজেই মহাজোট শুরু করেছিলাম।

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা আরও বলেন, মহাজোটের জন্য যাদের সাথে সম্পর্ক তৈরি করা, বন্ধন তৈরি করা (আমি করেছিলাম)। এই জিনিসগুলো তাদের (বিএনপি) পছন্দ হয়নি।

এরশাদের মৃত্যুর পর একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বিদিশা এসব কথা বলেন।

তিনি বলেন, আমি এখন রাজনীতিতে সক্রিয়ভাবে নেই। এক সময় ছিলাম। যখন ছিলাম তখন সফলভাবে রাজনীতি করেছি। পরে বিএনপির রোষানলে পড়ে বিদায় নিতে হয়েছে।

তিনি বলেন, জাতীয় পার্টির সব কর্মী আমার সন্তানের মতো। দলের ক্রান্তিকালে তাদের জন্য খারাপ লাগে।