ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


চাঁপাইনবাবগঞ্জ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন


১৬ জুলাই ২০১৯ ২২:০২

নতুন সময়

চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। সোমবার এ কমিটির অনুমোদন দেন বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

অনুমোদিত পূর্ণাঙ্গ জেলা শাখার কমিটিতে সভাপতি মো. আরিফুর রেজা ইমন ও সাধারণ সম্পাদক ডা. মো. সাইফ জামান আনন্দ। এ ছাড়াও সহ-সভাপতি পদে ৬৪ জন, যুগ্ন-সাধারণ সম্পাদক পদে ১১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১১ জনসহ বিভিন্ন পদের বিপরীতে পূর্ণাঙ্গ কমিটিতে ২৩৭ জন সদস্য স্থান পেয়েছে।

পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, নাহিদ শিকদার রুবেল, ইমতিয়াজ মাসরুর কুইক, মো. আনোয়ার হোসেন, ফয়সাল আহমেদ তমাল, জাহিদ হাসান পরশ, মো. তুহিন রানা, আশরাফুল ইসলাম, মো.আতিকুর রহমান তাসলিম, রিজভি আলম রানা, আব্দুল অহেদ নয়ন, শোভন মাহমুদ, আব্দুল কাদিম শাকিম, ফয়সাল আহমেদ(আরামবাগ), মো. মেসবাহুল আলম মেসবাহ, মো. আলাউদ্দিন হোসেন, মাসেদুল করিম শুভ, মো. রাসেল বাবু, মো. সোহেল রানা(শাহীবাগ), মো. আব্দুল বারী, এম.এ সারোয়ার হোসেন, মো. মামুন-অর-রশিদ(নাচোল), মো. নাহিদ হাসান, মো. আশিকুল আলম আশিক, মো. মোহাইমেনুল ইসলাম বাবু, মো. তৌহিদুল ইসলাম সুজন, হামিদুর রহমান সাদ্দাম, ওয়াহিদ আনসারি, আব্দুল কাদের, সুলতান মাহমুদ শফিউল্লাহ(সাফি), মোহাম্মদ আলী(গোমস্তাপুর), হাফিজুর রহমান সাদি, আনোয়ার হোসেন কলিন, আব্দুন নুর শিমুল, তৌহিদুল ইসলাম ডালিম, মো. আইয়ুব আলী(ইসলামপুর), ইমাম হাসান জহির উজ্জ্বল, তৌহিদুল ইসলাম সাগর, আজিজুল বারী, মো. কাউসার আলী, আশিক আহসান, হাবিবুর রহমান সরন, মেহেদি হাসান হিমেল, মো. হাবিবুল্লাহ রুবেল, শাহনেওয়াজ পারভেজ শাহীন, মো. নকিবুল ইসলাম রাজু, মো. নাজমুজ্জামান মাসুম, মো. আশিকুজ্জামান, আবু আহমেদ নাইমুল কবির রাসেল, আল নাজমুল সাকিব, সাব্বির আহমেদ, মো. আরিফুল ইসলাম বাবু, মো. বেলাল উদ্দিন, মো. সিফাত মিঞা, কেশব চ্যাটার্জী, কামাল পাশা, মো. জুয়েল রানা(সুন্দরপুর), জসিম আলম, ফজলে এম তন্ময়, মো. আতিকুল ইসলাম, হাসনাত সোহাগ, আলমগীর কবির ইউসুফ, মারুফ আহমেদ শাওন, সোহেল রানা, মো. মাশফিকুল হক হিমেল।সাধারণ সম্পাদক- ডা. মো. সাইফ জামান আনন্দ। যুগ্ন-সাধারণ সম্পাদক, রুবেল ইসলাম জয়, কাউসার আহমেদ সাগর, ফিরোজ আসেফ স্বচ্ছ, মোহা. আব্দুল আওয়াল তুষার, নাজমুল কবির নয়ন, মো. ইউসুফ আলী(চরবাগডাঙ্গা), মো.আসাদুজ্জামান আসাদ, রেজওয়ানুল ইসলাম রিজন, মো. হাসিব রায়হান ইমন, সাফিউল ইসলাম সজন, ফয়সাল সোহরাব পরাগ।

সাংগঠনিক সম্পাদক- রেজুয়ান করিম মেরাজ, মো. আলী রাজ, শাহরিয়ার কবির শাওন, মো. সাব্বির হোসেন(মসজিদ পাড়া), আব্দুল মুমিন সাদ্দাম, রেজওয়ানুল ইসলাম সনি(আলী নগর), আব্দুল মালেক, মো. আনাস আলী, গৌবিন্দ চ্যাটার্জী, এখলাসুজ্জামান টমাস, মৌসুমী আক্তার স্মৃতি। প্রচার সম্পাদক-মো. তাসরিফ আহমেদ। দপ্তর সম্পাদক- আজিম হোসেন তরুন। ছাত্রী সম্পাদক-রাজিয়া সুলতানা তিস্তা, সালমা খাতুন টকি, আতকিয়া মাইশা শিমু।

এছাড়াও আরো বিভিন্ন পদের বিপরীতে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয় । জেলা ছাত্রলীগ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক শোভন। জেলা ছাত্রলীগ সভাপতি আরিফুর রেজা ইমন, সেক্রেটারি ডা. সাইফ জামান আনন্দসহ বিভিন্নস্তরের নের্তৃবৃন্দ পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের শুভেচ্ছা জানাচ্ছেন ফেসবুকে।

এদিকে বাংলাদেশ ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাংগঠনিক ৬টি ইউনিট (উপজেলা সমমান) হিসেবে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। শিবগঞ্জ পৌরসভা শাখা, রহনপুর পৌরসভা শাখা, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ শাখা, নাচোল সরকারি কলেজ শাখা, নাচোল পৌরসভা শাখা ও চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখা উপজেলা সমমান হিসেবে অনুমোদন পায়।