এরশাদের প্রথম জানাজা সেনানিবাস মসজিদে

হুসেইন মুহম্মদ এরশাদরাজধানীর সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে বরিবার (১৪ জুলাই) বাদ জোহর হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে। এরশাদের ব্যক্তিগত সহকারী মেজর খালেদ আক্তার একথা জানিয়েছেন।
ডেপুটি প্রেস সেক্রটারি খন্দকার জালালী জানান, আগামীকাল সোমবার (১৫ জুলাই) সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এরশাদের দ্বিতীয় জানাজা এবং বেলা ১১টায় বায়তুল মোকাররম মসজিদে তৃতীয় জানাজা হবে। সেখান থেকে জাতীয় পার্টির কাকরাইল আফিসে নেওয়া হবে। বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এ তৃতীয় জানাজা।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টায় হেলিকপ্টারে করে রংপুরে নেওয়া হবে। রংপুর জেলা স্কুল মাঠে বা ঈদগাহ মাঠে বাদ জোহর চতুর্থ জানাজা। বিকালে সেনাবাহিনী কবরস্থানে তাকে দাফন করা হবে।
প্রসঙ্গত, বার্ধক্যজনিত কারণে এরশাদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। রবিবার (১৪ জুলাই) সকালে পৌনে ৮টায় তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।