ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


জিয়া হত্যার পর সবচেয়ে বেশি লাভবান খালেদা: তথ্যমন্ত্রী


১৪ জুলাই ২০১৯ ০৪:২২

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির ঊর্ধ্বতন নেতারা জড়িত কিনা সেটাও দেখা দরকার। জিয়া হত্যার পর সবচেয়ে বেশি লাভবান হয়েছেন তারেক রহমানের মা খালেদা জিয়া।

শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

আলোচনা সভায় হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া দুইবার প্রধানমন্ত্রী হয়েছেন। বিএনপির মতো একটি দলের চেয়ারপারসন হয়েছেন। দুই দু’বার রাষ্ট্র পরিচালনায় থেকেও বিএনপি জিয়া হত্যার বিচার চায়নি কেন- এ রহস্য উন্মোচন প্রয়োজন। জিয়ার হত্যাকাণ্ড নিয়ে মামলা করলেন না কেন, মামলাটা চালালেন না কেন?, প্রশ্ন করেন তথ্যমন্ত্রী।


নতুনসময়/এমএন