নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে ছত্রদলের ভাঙচুর

বিক্ষুব্ধ ছাত্রদলের নেতাকর্মীরা নয়াপল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। মঙ্গলবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে বিক্ষুব্ধ ছাত্রদলের নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেয়া হয়। এসময় তারা কার্যালয়ে ভাঙচুর চালায়। তারা কার্যালয়ের টেবিল ও সিসি ক্যামেরা ভাঙচুর করে। এসময় কয়েকজন বিক্ষুব্ধ নেতাকর্মী আহত হন।
এদিকে কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকে বিক্ষুব্ধ নেতাকর্মীদের অবস্থানের ফলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুসহ শতাধিক নেতাকর্মী ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।
নতুনসময়/এমএন