বিবাহিতরা প্রার্থী হতে পারবে না ছাত্রদলের কাউন্সিলে

আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে বিবাহিতরা প্রার্থী হতে পারবে না বলে জানিয়েছেন কাউন্সিলের জন্য গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বিএনপি নেতা শামসুজ্জামান দুদু।
রবিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
কাউন্সিলে শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট হবে জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, নব উদ্যমে ছাত্রদলকে এগিয়ে নেওয়ার জন্য কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নির্বাচন কমিশন, বাছাই ও আপিল কমিটি গঠন করা হয়েছে।
ভোটার তালিকা প্রকাশ করাসহ পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউন্সিলে বিবাহিতরা প্রার্থী হতে পারবেন না। তারা তো ছাত্রের মধ্যেই পড়েন না।
নতুনসময়/এমএন