ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী


৩১ আগস্ট ২০১৮ ২২:২৫

নেপালে বিমসটেক সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে দেশটিতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সম্মেলন পার্শ্ব বৈঠক করেছেন তিনি।

শুক্রবার (৩১ আগস্ট) দুপুর ৩টায় শাহজালাল বিমান বন্দরে পৌঁছান তিনি। নেপাল থেকে দুপুর ১টায় ফ্লাইট বিজি১৮৭৪-তে করে ঢাকার উদ্দেশ্যে নেপাল ত্যাগ করেন প্রধানমন্ত্রী। নেপালে অনুষ্ঠিৎ বিমসটেক চতুর্থ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে গত বৃহস্পতিবার নেপাল যান শেখ হাসিনা।

সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও ভুটানের প্রধান উপদেষ্টা দাশো সেরিং ওয়াংচুকের সঙ্গে বৈঠক করেছেন শেখ হাসিনা।

সম্মেলনে অংশগ্রহণকারী দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর নেতৃবৃন্দের অলোচনার মূল বিষবস্তু ছিল সন্ত্রাসবাদ মোকাবেলা, আঞ্চলিক যোগাযোগ এবং ব্যবসা-বাণিজের উন্নয়ন।

এসএ