ঢাকা রবিবার, ১২ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


বারবার আসছে ‘খাট’ নামে নতুন মাদক


১১ সেপ্টেম্বর ২০১৮ ১৮:২৯

‘খাট’ বা এনপিএস হলো এক ধরনের নতুন মাদক। যার একাধিক চালান ধরা পড়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিমানবন্দরে অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ কেজি ‘খাট’এর একটি চালান জব্দ করেছে বলে এ তথ্য জানা যায়।

সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) শারমিন জাহান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

শারমিন জাহান জানান, বিমানবন্দরের কার্গো ইউনিটের ফরেন পোস্ট অফিসের মাধ্যমে ইথিওপিয়া থেকে ‘এনপিএস’এর চালানটি ঢাকায় আসে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিআইডির সিরিয়াস ক্রাইম শাখা চালানটি জব্দ করে।

আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘খাট’ এর একাধিক চালান জব্দ করা হলেওে এই চালানটি কখন জব্দ করা হয় এ ব্যাপারে কিছু জানানি সিআইডি।

গত ৩১ আগস্ট মাসে ৪৬৭ কেজি এনপিএস চালান জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক চালনের সাথে জড়িত থাকার অভিযোগে নাজিমউদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, খাট বা এনপিএস অনেকটা চা-পাতার গুঁড়োর মতো দেখতে। এটি ব্যাবহার সেবন করা হয় পানির সঙ্গে মিশিয়ে।

এর প্রতিক্রিয়া অনেকটা ইয়াবার মতো। একধরনের গাছ থেকে এই খাট বা এনপিএস তৈরি হয়। এটি ‘খ’ ক্যাটাগরির মাদক।

আফ্রিকার দেশ জিবুতি, কেনিয়া, উগান্ডা, ইথিওপিয়া, সোমালিয়া, ইয়েমেনে ওই গাছ পাওয়া যায়।

এসএমএন