চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত বিপুল অস্ত্র উদ্ধার বিজিবির

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার এ সকল অস্ত্র উদ্ধার করা হয়।
বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়কের নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ অভিযানে শিয়ালমারা সীমান্তে সন্দেহজনকভাবে ফেলে যাওয়া একটি মোটরসাইকেল তল্লাশী করে ৪টি ওয়ান স্যুটার গান, আমেরিকার তৈরী ২টি ৯ এমএম পিস্তল , ৪টি ম্যাগাজিন এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত মোটরসাইকেল, অস্ত্র ও গুলি শিবগঞ্জ থানায় জমা ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নতুনসময়/আইএ