ঢাকা মঙ্গলবার, ১৯শে মার্চ ২০২৪, ৬ই চৈত্র ১৪৩০


হুশ ফিরেছে বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষের


৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:৫৩

বাংলাদেশি পাসপোর্টধারীদের হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়, এ যেন নিত্যদিনের কর্মকাণ্ড যশোরের বেনাপোল বন্দরে। অবশেষে হুশ ফিরেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষের। সম্প্রতি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশের চাঁদাবাজির খবর দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় ইমিগ্রেশনের ওসি তরিকুল ইসলামকে প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ।

তরিকুলকে ঢাকা আর্মস পুলিশ ব্যাটালিয়নে পাঠানো হয়েছে। ১৮ মাসের পোস্টিং নিয়ে তরিকুল ইসলাম ২০১৭ সালের ২৫ ডিসেম্বর বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে যোগদান করেন। কিন্তু ৯ মাস পার না হতেই কর্তৃপক্ষ তাকে ৩ সেপ্টম্বর প্রত্যাহার করেছেন। তবে চেকপোস্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষ এখনো কোন নতুন ওসিকে পোস্টিং দেয়নি।

দুর্নীতির সংবাদ প্রকাশিত হওয়ার পর পরই কয়েকজন সিপাহীকেও অন্য কোথাও বদলি করা হয়েছে। তবে চেকপোস্টে কর্মরত কয়েকজন সরকারি এবং বেসরকারি সংস্থার কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে ইমিগ্রেশনে পুলিশের ছত্রছায়ায় থেকে কালাম ও শরীফ নামে দুই যুবক ভারত-বাংলাদেশ যাতয়াতকারী পাসপোর্ট যাত্রীদের নানাভাবে হয়রানীসহ ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে।

 

এমএ