সুষ্ঠু ভোটের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে— প্রত্যাশা তাসনিম জারা‘র
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে, একইসাথে তৈরি হবে লেভেল প্লেইং ফিল্ড— এমন আশা প্রকাশ করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর খিলগাঁওয়ে নির্বাচনী প্রচারণা ও গনসংযোগ কর্মসূচি চলাকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তাসনিম জারা বলেন, গণসংযোগে জনসাধারণের ভালো সাড়া পাওয়া যাচ্ছে। নির্বাচনে ভালো ফলাফলের ব্যাপারে ইতিবাচক অবস্থানেই রয়েছেন বলে জানান তিনি।
এসময়, মানুষের সমস্যা সমাধানে কাজ করার আশাবাদ জানান তাসনিম জারা। বলেন, শিক্ষা, স্বাস্থ্য, গ্যাস, রাস্তাঘাটসহ অনেক সমস্যা আছে। সেগুলো সমাধানে কাজ করারও আশ্বাসও দেন তিনি।
