ক্রীড়া উপদেষ্টার দেয়া বক্তব্য আইসিসির সরাসরি কোনো জবাব নয়: উপ-প্রেস সচিব
ভারতে খেলতে গেলে বাংলাদেশ কী ধরনের নিরাপত্তা শঙ্কায় পড়তে পারে, তা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়েছে আইসিসির নিরাপত্তা বিভাগ— তা জানিয়ে ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, তার একটি ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার।
তিনি একটি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ক্রীড়া উপদেষ্টা আইসিসির যোগাযোগের যে কথা বলেছেন, সেটা আসলে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে হুমকি পর্যালোচনায় আইসিসির একটি আন্তঃবিভাগীয় একটি নোট।
তিনি জানালেন, বাংলাদেশ ক্রিকেট টিমের ম্যাচগুলো ভারতের বাইরে নিয়ে যেতে যে অনুরোধ করেছে বাংলাদেশ, তার জবাবে আইসিসির পাঠানো কোনো জবাব নয়।
এর আগে, বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে আসিফ নজরুল জানান, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তাশঙ্কা বাড়তে পারে বলে আইসিসির নিরাপত্তা বিভাগের চিঠিতে উল্লেখ করা হয়েছে।
যার একটি, বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা।
দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন।
আর তৃতীয়ত, বাংলাদেশে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে, তত দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে।
তার মতে, আইসিসির নিরাপত্তা দলের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করে, ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার কোনও রকম পরিস্থিতি নাই।
আর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির শঙ্কার প্রসঙ্গে আসিফ নজরুল স্পষ্টভাবে বলেছেন, আইসিসি যদি আশা করে, আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে ক্রিকেট টিম করবো, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দেবো— তাহলে এর চেয়ে উদ্ভট, অবাস্তব ও অযৌক্তিক কোনও প্রত্যাশা হতে পারে না।
তিনি আরও বলেছেন, ক্রিকেট খেলার ওপর কারো কোনও মনোপলি থাকা উচিত না। বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে একটা খেলার সম্পূর্ণ বা টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না। আইসিসি যদি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকে আর আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে তাহলে অবশ্যই আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনও রকম নতি স্বীকার করবো না।
