ঢাকা মঙ্গলবার, ১৩ই জানুয়ারী ২০২৬, ১লা মাঘ ১৪৩২


মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডের আগুন নিয়ন্ত্রণে


১৩ জানুয়ারী ২০২৬ ০৯:৪৪

সংগৃহীত

তিন ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে কক্সবাজারের মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডের আগুন। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত বারোটার দিকে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

 

এর আগে সোমবার রাত নয়টার দিকে মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র এলাকার ভেতরে স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিন ঘরের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।