ঢাকা সোমবার, ২০শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


আকাশ বীণার উদ্বোধন


৫ সেপ্টেম্বর ২০১৮ ২২:০৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বোয়িং ৭৮৭ ড্রিম লাইনার উড়োজাহাজ আকাশ বীণার শুভ উদ্বোধন করলেন আজ ।

বুধবার (০৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের মাধ্যমে ড্রিম লাইনার উড়োজাহাজ ‘আকাশ বীণা’র উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, আন্তরিকতার সঙ্গে কাজ করলে উন্নয়ন করা যায়। সেটা এখন প্রমাণিত। আগামী শতাব্দীতে বাংলাদেশকে কিভাবে গড়ে তুলবো, সেই পরিকল্পনা এখন থেকেই নেয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী জানান, আরেকটা ড্রিমলাইনার নভেম্বর মাসে আসবে। সবগুলো এয়ারপোর্টের আধুনিকায়ন করা হবে পর্যাক্রমে।

এ উদ্বোধন অনুষ্ঠানে তিনি ড্রিমলাইনারের ফ্লাইট পরিচালনার সময় নিরাপত্তার বিষয়টিতে জোর দেবার আহ্বান জানান।

উল্লেখ্য, নতুন বোয়িং ৭৮৭ ড্রিম লাইনার উড়োজাহাজ আকাশ বীণা প্রথম বাণিজ্যিক ফ্লাইট নিয়ে আজই ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যাবে।

একেএ