ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


শাহজালালে স্বর্ণমানব আটক


৩১ আগস্ট ২০১৮ ১৫:৩৯

শাহজালাল বিমান বন্দর থেকে স্বর্ণালঙ্কারসহ সালাউদ্দিন নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃক।
শুক্রবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১২ টর দিকে এমিরেটস এয়ারলাইন্স এর ফ্লাইট নং EK-584 বিমানের একজন যাত্রীর রেক্টাম এর ভিতর লুক্কায়িত ০৪টি স্বর্ণবার ও ১০০গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করা হয়।

বিমানটি দুবাই থেকে শাহজালালে আসছিল। জব্দকৃত স্বর্ণের মোট ওজন ওজন ৫৬৪ গ্রাম।

গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীকে গ্রীন চ্যানেল অতিক্রম করার সময় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের জনবল তাকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রী অস্বীকার করলেও পরে বিষয়টি মলদ্বারে স্বর্ণ বহনের বিষয়টি স্বীকার করে। এরপর বিশেষ কায়দায় তাকে ব্যায়াম করিয়ে, রুটি, কলা, জুস ও পানি খাইয়ে শুল্ক গোয়ন্দা দল তার মলদ্বার থেকে ০৪ পিস স্বর্ণবার প্রসব করায়। আটককৃত স্বর্ণবার এর মোট মূল্য প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা।

আটককৃত যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ পূর্বক নিয়মিত মামলায় এজাহার দাখিল করা হয়েছে।