কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে আহত বিএনপি নেতা, সড়কে বিক্ষোভ ক্ষুব্ধ স্থানীয়দের

কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী। এর প্রতিবাদে সড়কে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ স্থানীয়রা।
রোববার (৫ অক্টোবর) রাতে লিংকরোড মহুরি পাড়া এলাকায় লিয়াকতের বাসভবনে হামলা চালায় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী জানান, সন্ধ্যায় বাড়ির উঠানে ঢুকে তার দিকে গুলি ছোড়ে তিন জন। এ সময় লিয়াকতের পিঠে একাধিক গুলি লাগে। পরে লিয়াকতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করে স্থানীয়রা। হামলার প্রতিবাদে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংক রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে অনুসারীরা।
লিয়াকতের দাবি, পূর্ব শত্রুতার জেরে এই হামলা চালিয়েছে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত কুদরত উল্লাহ সিকদার আর তার সহযোগী আবদুল খালেক ও সাহাব উদ্দিন।