তুরাগে নৌকাডুবি: এক শিশুর মরদেহ উদ্ধার, অপরজন নিখোঁজ

গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ অংকিতা নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে এখনও তন্ময় নামে অপর এক শিশুর খোঁজ মেলেনি। শুক্রবার (৩ অক্টোবর) সকালে নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, গতকাল বৃহস্পতিবার প্রতিমা বিসর্জন দেখতে পরিবারের সঙ্গে ইঞ্জিনচালিত ছোট নৌকায় উঠে অঙ্কিতা ও তন্ময়। কিছুদুর যাওয়ার পর বড় নৌকার সঙ্গে ধাক্কা লেগে তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় বাকিরা সাঁতার কেটে তীরে উঠলেও দুই শিশু পানিতে তলিয়ে যায়।
ফায়ার সার্ভিস জানায়, নিখোঁজ শিশু তন্ময়কে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলমান থাকবে।