ঢাকা শনিবার, ১১ই অক্টোবর ২০২৫, ২৭শে আশ্বিন ১৪৩২


ভারতে ডাক্তারদের হাতের লেখা ঠিক করার নির্দেশ দিলো আদালত


১ অক্টোবর ২০২৫ ১৮:৪১

সংগৃহীত

ডাক্তারদের হাতের লেখা ঠিক করার নির্দেশ দিয়েছে ভারতের আদালত। সম্প্রতি, প্রেসক্রিপশনে চিকিৎসকদের হাতের লেখা আরও পাঠযোগ্য করতে পাঞ্জাব ও হরিয়ানার হাইকোর্ট নির্দেশ দেয়।

 

এক নারীর ধর্ষণ, প্রতারণা ও জালিয়াতি মামলাকে ঘিরে আলোচনায় আসে ভারতে ডাক্তারদের হাতের লেখার বিষয়টি। এক চিকিৎসকের লেখা প্রেসক্রিপশন একেবারেই অস্পষ্ট হওয়ায় আদালতের নজরে আসে ইস্যুটি।

 

সেজন্য আগামী দুই বছরের মধ্যে সব সরকারি চিকিৎসককে বড় হাতের অক্ষরে স্পষ্টভাবে প্রেসক্রিপশন লেখার নির্দেশ দেয় আদালত। একইসঙ্গে, মেডিকেল কলেজের পাঠ্যক্রমে হাতের লেখা ভালো করার পাঠ যুক্ত করার কথাও বলা হয়। চিকিৎসাক্ষেত্রে অস্পষ্ট প্রেসক্রিপশন মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে বলে জানানো হয়।

 

প্রসঙ্গত, মার্কিন এক প্রতিবেদন বলছে— চিকিৎসাগত ভুলে প্রতিবছর অন্তত ৪৪ হাজার মৃত্যু ঘটে, যার মধ্যে সাত হাজারই ডাক্তারদের অস্পষ্ট হাতের লেখার কারণে হয়ে থাকে।