সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন নিয়ে মতামত দিতে পারবেন সাধারণ নাগরিকরা

সরকারি চাকরিজীবীদের বেতন–ভাতা কত হওয়া উচিত, তা নিয়ে মতামত জানাতে পারবেন সাধারণ নাগরিকরা। জাতীয় বেতন কমিশন-২০২৫ এর ওয়েবসাইটে গিয়ে তারা তাদের মতামত জানাতে পারবেন।
ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, ‘জাতীয় বেতন স্কেল ২০২৫ প্রশ্নমালা’ নামের একটি ক্যাটাগরি রয়েছে। মতামত জানাতে হলে সেখানে ‘সাধারণ নাগরিক’ এ ক্লিক করতে হবে। সেখানে নিজের নাম, পেশা ও মোবাইল ফোন নম্বর দিয়ে মূল মতামত প্রদানের অংশে ঢুকতে হবে।
সাধারণ নাগরিকেরা মতামত জানাতে পারবেন একজন সরকারী চাকরিজীবীর বাড়িভাড়া, স্বাস্থ্য, শিক্ষা ভাতা বাড়ানো উচিত কি না। চিকিৎসাভাতা কত হওয়া উচিত।
পেনশনে চলে গেছেন যারা, তাদের সুযোগ-সুবিধা কী আকারে বাড়ানো যেতে পারে, তা নিয়েও মতামত দেয়ার সুযোগ রয়েছে জরিপে।
বেতন বাড়ালেই সরকারী লোকজনের দুর্নীতি প্রবণতা কমবে কি না, সে সংক্রান্ত প্রশ্নও রয়েছে। পদোন্নতি কী কী বিষয়ের ওপর নির্ভর করে দেয়া উচিত, তা নিয়েও মতামত দেয়ার সুযোগ রয়েছে।
তবে, যে জরিপটিতে আপনি অংশ নেবেন, সেটির প্রশ্ন বাংলায় করা হলেও সেখানে বাংলায় লেখার কোনো সুযোগ নেই। কোনো মতামত দিতে হলে আপনাকে লিখতে হবে ইংরেজি। বাংলা লিখতে চাইলেই আপনাকে দেখাবে ‘অনুগ্রহ পূর্বক ইংরেজি কীবোর্ড ব্যবহার করুন। বাংলা অক্ষর গ্রহণযোগ্য নয়।’