ঢাকা শনিবার, ১১ই অক্টোবর ২০২৫, ২৭শে আশ্বিন ১৪৩২


সুনামগঞ্জে বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ: শঙ্কামুক্ত গুলিবিদ্ধ বিজিবি সদস্য


১ অক্টোবর ২০২৫ ১৩:২৭

সংগৃহীত

সুনামগঞ্জের মধ্যনগরে ভারতীয় চোরাই গরু আটকের সময় বিজিবি-চোরাকারবারি পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আর এ ঘটনায় গুলিবিদ্ধ বিজিবি সদস্য আখিরুজ্জামান বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত আছেন। তবে তার অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

এর আগে, গত রোববার রাতে উপজেলার বাংগালভিটা এলাকায় ১১ সদস্যের একটি টহল টিমের সাথে চোরাকারবারিদের গোলাগুলি হয়। এ সময় ৩৩ টি গরুসহ ১টি ট্রলার আটক করা হয়।

 

এই ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত বিজিবি নায়েক আখিরুজ্জামানকে ভর্তি করানো হয় সিলেট ওসমানী মেডিকেলে। পরে গতকাল সকালে টাঙ্গুয়ার হাওরে ভেসে ওঠে ওমর ফারুক নামের এক ব্যক্তির লাশ।

 

স্থানীয়রা বলছেন, বিজিবির সাথে সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন ওই ব্যক্তি। অপরদিকে, হাওরে পাওয়া মরদেহ তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।