ঢাকা শনিবার, ১১ই অক্টোবর ২০২৫, ২৭শে আশ্বিন ১৪৩২


মোহাম্মদপুরে জাল টাকাসহ আটক ১


২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৮:২১

সংগৃহীত

দুর্গাপূজাকে ঘিরে রাজধানীতে জাল টাকার বেশ কয়েকটি চক্র সক্রিয় রয়েছে। গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার দুর্গা মন্দির এলাকা থেকে প্রায় দেড় লাখ টাকা সমমূল্যের জাল নোটসহ একজনকে আটক করেছে পুলিশ।

 

আটককৃত ব্যক্তির নাম জীবন আহমেদ পলাশ। তিনি আগেও জাল টাকাসহ আটকে হয়েছিলেন বলে জানায় পুলিশ।

 

জব্দকৃত জাল টাকাগুলো ১ হাজার টাকার নোট। নোটগুলোতে আসল টাকার মতো জলছাপ, সিকিউরিটি থ্রেড রয়েছে। আবার আলো ফেললে তাতে বাংলাদেশ ব্যাংক লেখাও ফুটে উঠছে। দেখে বুঝার উপায় নেই এগুলো জাল টাকা।

 

আটক পলাশ জাল নোটের কারবার নিয়ে স্বীকারোক্তি দিয়েছেন। বসিলা ব্রিজের অপরপাশ অর্থাৎ কেরানীগঞ্জ থেকে দেড় লাখ টাকার জাল নোট সংগ্রহ করেছিলেন বলে জানান তিনি।

 

পুলিশ জানায়, দুর্গাপূজাকে ঘিরে জাল নোটের চক্রগুলো সক্রিয় হচ্ছে। এসব চক্রগুলোকে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।