ঢাকা শুক্রবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৫, ১২ই আশ্বিন ১৪৩২


পিরোজপুরে প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় গ্রেফতার ১


২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৭

সংগৃহীত

পিরোজপুরে স্কুল থেকে ফেরার পথে প্রধান শিক্ষককে মারধর করে দুই পা ভেঙে দেয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে সিকদার মল্লিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক কামরুজ্জামান চানকে গ্রেফতার করা হয়।

 

এর আগে, তাকে আসামি করে সদর থানায় মামলা করা হয়। ভুক্তভোগী জানান, ওইদিন বিকেলে স্কুলে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তাকে মারধর করে মুখোশধারী কয়েকজন। এসময় তার সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারকেও পিটিয়ে আহত করা হয়।

 

আহতদের অভিযোগ, স্কুল ম্যানেজিং কমিটি নিয়ে বর্তমান সভাপতি ও জেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক এলিজা জামানের সঙ্গে দ্বন্দ্ব চলছে কামরুজ্জামান চানের। সেই বিরোধের জেরেই কামরুজ্জামানের সম্পৃক্ততায় এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।