ঢাকা শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৫, ৫ই আশ্বিন ১৪৩২


নবীনগরে মদ্যপ চাচা-চাচীসহ আত্মীয়দের হামলায় জখম, সংবাদ সম্মেলনে প্রাণনাশের আশঙ্কা 


১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯

সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুরে পারিবারিক বিরোধের জেরে চাচা-চাচী ও আত্মীয়দের হামলার শিকার হয়েছেন মনোজ কুমার ভৌমিক (৫৪) ও তার পরিবার। শুধু মারধরই নয়, ভুক্তভোগীর অভিযোগ তার পকেট থেকে নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং বসতবাড়ির ভাঙচুর চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করা হয়। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

মনোজ কুমার ভৌমিক নবীনগর থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত (১৭ সেপ্টেম্বর) বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীরামপুর গ্রামের নিজ বাড়ির সামনে হঠাৎ করেই তার দুই চাচা নিখিল ভৌমিক (৬০), জীবেশ ভৌমিক (৬৫), চাচী ঝুনু রানী ভৌমিক (৩৫) ও আরও ৪-৫ জন সহযোগী মদ্যপ অবস্থায় অতর্কিত হামলা চালায়।

 

অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে ওই দিন বিবাদীরা লোহার রড, ইটসহ দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে। এসময় লোহার রড ও ইট দিয়ে এলোপাতাড়ি আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। একপর্যায়ে নিখিল ভৌমিক তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।

 

মনোজের দাবি, হামলার সময় তার পকেটে থাকা নগদ ১০ হাজার টাকা চুরি করে নেয়া হয়। এরপর হামলাকারীরা বসতঘরের জানালার কাচ, সিঁড়ির টাইলস ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এ সময় তার স্ত্রী শিউলী রানী দেবনাথ ও প্রতিবেশী মো. আমির হোসেনসহ অনেকে ঘটনাটি প্রত্যক্ষ করেন।

 

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা হুমকি দিয়ে যায়— থানায় মামলা করলে যেকোনো সময় তাকে হত্যা করে লাশ গুম করা হবে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় মনোজ কুমার ভৌমিক নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। 

 

এ ঘটনার পর আজ (১৯ সেপ্টেম্বর)শুক্রবার বিকেলে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন মনোজ কুমার ভৌমিক। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন। 

 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার চাচারা দীর্ঘদিন ধরেই মদ্যপান করে আমাকে গালাগালি ও ভয়ভীতি প্রদর্শন করতো। এরই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালিয়েছে। আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চাই।”

 

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, “অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”