ঢাকা মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫, ২রা আশ্বিন ১৪৩২


ফের ভেনেজুয়েলার ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩


১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩৩

সংগৃহীত

ভেনেজুয়েলার আরও একটি ‘মাদকবাহী’ নৌযানে হামলা করেছে যুক্তরাষ্ট্র। প্রাণ গেছে তিনজনের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি- নৌযানটিতে করে মাদক পাচার করা হচ্ছিলো যুক্তরাষ্ট্রে। খবর বিবিসি’র।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। ধারণা করা হচ্ছে, দক্ষিণ ক্যারিবীয় সাগরের আন্তর্জাতিক জলসীমায় এই হামলা চালায় অঞ্চলটিতে মোতায়েনকৃত মার্কিন যুদ্ধজাহাজ।

 

ভেনেজুয়েলার মাদকবাহী নৌযানে এটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় হামলা। এর আগে, একই অঞ্চলে আরও একটি মাদকবাহী নৌযানে হামলা চালায় ওয়াশিংটন। প্রাণ যায় কমপক্ষে ১১ জনের।

 

মাদক বিস্তাররোধে সম্প্রতি, ভেনেজুয়েলা উপকূল ও ক্যারিবীয় জলসীমায় যুদ্ধজাহাজ, অ্যাটাক সাবমেরিন, ডেস্ট্রয়ারসহ সাড়ে চার হাজার নৌসেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র।