বাগেরহাটে দ্বিতীয় দিনের মত নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ‘সর্বদলীয় সম্মিলিত কমিটি’।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে জেলা নির্বাচন অফিসের প্রধান ফটক ও ৯ উপজেলার নির্বাচন অফিসের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। সেইসাথে বিক্ষোভ মিছিলও করছেন তারা। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি এতে অংশ নিয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ। কর্মসূচি দুপুর ১টা পর্যন্ত চলবে বলে জানান আন্দোলনে অংশগ্রহণকারীরা।
তারা বলেন, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে। জনসংখ্যা, মোংলা বন্দর, শিল্পাঞ্চলসহ বিভিন্ন গুরুত্ব বিবেচনায় চারটি আসন পুনর্বহালের দাবি জানান তারা। আজ বিকেল ৩টায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।
অপরদিকে, এ বিষয়ে গতকাল রিটের শুনানিতে আসন কেন বহাল থাকবে না, সে বিষয়ে নির্বাচন কমিশনকে ১০ দিনের রুল জারি করেছেন উচ্চ আদালত।