‘প্রত্যেক মানুষ যেন দুর্যোগের পূর্ব সতর্কতা পায় এজন্য চেষ্টা চলছে’

প্রত্যেক মানুষ যেন দুর্যোগের পূর্ব সতর্কতা পায় তার জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম। তিনি বলেন, ঐক্যবদ্ধ জাতীয় সেচ্ছাসেবক তৈরি করা হবে। যার মাধ্যমে ক্ষতিগ্রস্তরা সাহায্য পায়।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে চীন মৈত্রি সম্মেলন কেন্দ্রে দুর্যোগ পুর্ব সর্তকতা নিয়ে জাতীয় ডায়লগের উদ্বোধনী আয়োজনে উপদেষ্টা একথা বলেন।
তিনি বলেব, দুর্যোগ পূর্ব সর্তকতা নিশ্চিতে সরকারি-বেসরকারি সংস্থাগুলো সমন্বয় খুব দরকারি। এর মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দূর্যোগ প্রবণ মানুষদের জন্য কাজ করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।
আয়োজনে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, রেড ক্রিসেন্ট, আর্ন্তজাতিক সাহায্য সংস্থাসহ দেশি -বিদেশি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।