আন্তর্জাতিক বাজার বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে: অর্থ উপদেষ্টা

আন্তর্জাতিক বাজার বিবেচনা করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব—যে দেশই হোক না কেন, দাম তুলনা করে কেনা হচ্ছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন। এ বৈঠকে বেশ কয়েকটি বিদ্যুৎ উপকেন্দ্র, সার, এলএনজি কেনার অনুমোদন দেয়া হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরও আমদানি বাড়ানো হবে কিনা—প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এটি নির্ভর করছে বাণিজ্য ঘাটতি কমাতে কী কী আমদানি করা যেতে পারে। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করলে কিছুটা দাম বাড়তে পারে, তবে এতে ভোক্তাদের ওপর প্রভাব পড়বে না। এখন ব্যবসার পরিস্থিতি আগের চেয়ে ভালো। ফাঁকি দেয়া অনেক ট্যাক্স উদ্ধার হচ্ছে।
এদিকে সার আমদানির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। তিনি জানান, কৃষি ও শিল্প মন্ত্রণালয়কে বিষয়টি দেখতে বলা হয়েছে।