ঢাকা শনিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র ১৪৩২


বেনাপোলে উলামা সমাবেশ অনুষ্ঠিত : আল্লাহর আইন প্রতিষ্ঠার আহ্বান


১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৫

সংগৃহীত

বেনাপোল পোর্ট থানার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা বিভাগের আয়োজনে ২০২৫ সালের উলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ই সেপ্টেম্বর ২০২৫) বেনাপোল পৌর বিয়ে বাড়ি প্রাঙ্গণে এ সমাবেশে স্থানীয় ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, সমাজের বিশিষ্টজন এবং সুধী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও যশোর-১ (শার্শা) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ আজিজুর রহমান। তিনি বলেন, “আল্লাহর কুরআন ও রাসূলের হাদিস এসেছে যাতে সবাই সুবিচারের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। এজন্য আমাদেরকে কোরআনের প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে এবং কোরআনের চরিত্র বাস্তব জীবনে প্রতিফলিত করতে হবে।”

 

বিশেষ অতিথি মাওলানা আজিজুর রহমান (সভাপতি, উলামা বিভাগ, যশোর জেলা) বলেন, জনগণ যদি তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করে, তবে তারা জনগণের সেবক হিসেবেই কাজ করবেন। অন্য অতিথি মাওলানা নাজির হুসাইন, কর্ম পরিষদ সদস্য (যশোর জেলা) এবং বেনাপোল পোর্ট থানা আমীর মোঃ রেজাউল ইসলাম বলেন, সমাজে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালন করতে হবে।

 

সমাবেশের সভাপতি মাওলানা মোঃ ইলিয়াস (সভাপতি, উলামা বিভাগ, বেনাপোল পোর্ট থানা শাখা) বলেন, “আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। খলিফা হিসেবে আমাদের সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

 

বক্তারা জুলাই-আগস্ট মাসে নিহত শহীদদের মাগফিরাত কামনা করেন এবং আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠায় উলামাগণের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

 

আয়োজনে: বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেনাপোল পোর্ট থানা শাখা, উলামা বিভাগ।