গাজীপুরে ট্রাক চাপায় নিহত ১

গাজীপুরের নাওজোড় এলাকায় ট্রাক চাপায় অজ্ঞাত একজন নিহত হয়েছেন। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নাওজোড় এলাকায় হর্টিকালচার সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান বলেন, শুক্রবার সকালে একটি ট্রাক আনুমানিক ৩২ বছর বয়সী অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, নিহতের পরনে লুঙ্গি ও সাদা রঙের চেক শার্ট ছিল। তার পরিচয় সনাক্ত হওয়া সহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।