ঢাকা শুক্রবার, ২৯শে আগস্ট ২০২৫, ১৫ই ভাদ্র ১৪৩২


ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু


২৯ আগস্ট ২০২৫ ১৭:৪৮

সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় পানিতে ডুবে মোস্তাক নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট ) সকালে নয়টার দিকে বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে ডুবে মারা যায় মোস্তাক। সে তাহেরহুদা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মন্ডলপাড়া সাগর আহমেদের ছেলে।

 

মোস্তাকের নানা আনোয়ার হোসেন জানান, সকালের দিকে ছোট মামার সাথে হাঁস তাড়াতে গিয়েছিলো। হাঁস পানির ভিতরে চলে গেলে তার সাথে মোস্তাকও পানিতে নেমে পানিতে ডুবে যায়। টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

 

এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ওসি মোশহিদুল ইসলাম হাওলাদার জানান, খবর পেয়ে খুব দ্রুত ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছিল। প্রাথমিকভাবে জানতে পারি মোস্তাক নামের দুই বছরের বাচ্চা পানিতে ডুবে মরা গেছে। এ বিষয়ে হরিণাকুণ্ডু থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।