ঢাকা শুক্রবার, ২৯শে আগস্ট ২০২৫, ১৫ই ভাদ্র ১৪৩২


খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে: ডা. জাহিদ


২৯ আগস্ট ২০২৫ ০৯:২৮

সংগৃহীত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যাক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ।

 

মঙ্গলবার (২৮ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে নিজ বাসভবন ফিরোজায় পৌঁছানোর পর ডা. জাহিদ এ কথা জানান।

 

বলেন, আওয়ামী লীগের আমলে তার চিকিৎসায় আনেক অবহেলা হয়েছে। সময়মতো চিকিৎসা করাতে পারলে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হওয়ার সম্ভাবনা ছিলো।

 

এদিন স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। পরীক্ষা-নীরিক্ষা শেষে রাত ১১টার পর বাসভবনে পৌঁছান তিনি।