মোহনপুরে দলিল লেখক সমিতির নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন

রাজশাহী মোহনপুর উপজেলার দলিল লেখক সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
(২৮ আগষ্ট) বৃহস্পতিবার বেলা ১১ সময় নবনির্মিত ভবনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আওরঙ্গজেব সবুজ, এর সঞ্চালনায়। দলিল লেখক সমিতির সভাপতি
আতাউর রহমান পিটারের সভাপতিত্বে অনুষ্ঠানে,
প্রধান অতিথি হিসাবে উপস্হিতি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার আয়েশা সিদ্দিকা, বিশেষ অতিথি জোবায়দা সুলতানা, সাব -রেজিস্টার তানিয়া তাহের,মোহনপুর উপজেলার বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, মোহনপুর উপজেলার সাবেক সভাপতি আব্দুস সামাদ, মোহনপুরের উপজেলার জামায়াতের আমির মাওলানা আব্দুল আওয়াল, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ,মোহনপুর উপজেলা জামাতের সাধারণ সম্পাদক আব্দুল গফুর মৃধা, মোহনপুর উপজেলা প্রকৌশলি এলজিইডি, সাইদুর রহমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, দলিল লেখক সমিতির সদস্য আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, সোহাগ,ও জাহাঙ্গির আলম সহ আরো অনেকে ।