অন্তর্বর্তী সরকারের আমলেই কৃষি জমি সুরক্ষা আইন করা হবে: কৃষি উপদেষ্টা

কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কৃষি জমি যাতে অন্য কোনো খাতে ব্যবহার না হয় তাই কৃষি জমি সুরক্ষা আইন করা হবে। এই আইন অন্তর্বর্তী সরকারের আমলেই করা হবে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সিংগাইরে একটি কোল্ডস্টোরেজ হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জাহাঙ্গীর আলম বলেন, ফসলের লাভ মধ্যসত্ত্বভোগীরা বেশি নিয়ে দালান গড়ে। আর কৃষকরা থাকে কুড়ে ঘরে। তাই এই সিন্ডিকেট ভাঙার দায়িত্ব সবার। অন্তর্বর্তী সরকারের আমলে কৃষি জমি সুরক্ষা আইন যুগপোযোগী করা হবে।
তিনি আরও বলেন, এখন থেকে রাস্তার কাজে জমি ব্যবহার করলে এলডিইডি বিভাগকে তিনগুন ক্ষতিপূরণ দিতে হবে। কেউ ঠিকমতো দায়িত্ব পালন না করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।