১৩ দিন পেছালো রাকসু নির্বাচন, ভোট ২৮ সেপ্টেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোটগ্রহণের তারিখ ১৩ দিন পিছিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৮ সেপ্টেম্বর ভোটের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে এই তথ্য জানান রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।
এদিকে, ভোটগ্রহণের তারিখ পিছিয়ে দেয়ায় শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ভোট পেছানোর প্রতিবাদে আজ ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়েছে।
ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে গিয়ে শেষ হয়। শিবির নেতারা অভিযোগ করেন, একটি নির্দিষ্ট দলের জন্যই রাকসুর ভোট পেছানো হয়েছে।
এদিকে, আজ চতুর্থ দিনের মতো রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা হয়।