ঢাকা রবিবার, ১২ই অক্টোবর ২০২৫, ২৮শে আশ্বিন ১৪৩২


ডিএমপির ডিবি প্রধান হলেন মো. শফিকুল ইসলাম


২৭ আগস্ট ২০২৫ ২০:০৩

সংগৃহীত

ডিআইজি মো. শফিকুল ইসলামকে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।বুধবার (২৭ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।

 

ডিএমপি ডিবি প্রধানের দায়িত্ব পাওয়া মো. শফিকুল ইসলাম ১৮ তম বিসিএসের মাধ্যমে পুলিশের যোগ দেন। এর আগে তিনি ডিআইজি হিসেবে হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন।

 

গত ১৩ এপ্রিল তৎকালীন ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেয়া হয়। এরপর থেকে ডিএমপি ডিবি প্রধানের পদটি ফাঁকা ছিল। চার মাস পর আজ এই পদে মো. শফিকুল ইসলামকে দায়িত্ব দেয়া হলো।