ঢাকা বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১৩ই ভাদ্র ১৪৩২


নবীনগরে ঐক্যবদ্ধ বিএনপি নিয়ে ফেসবুকে তোলপাড়


২৭ আগস্ট ২০২৫ ১৩:০৪

সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির অভ্যন্তরীণ ঐক্য ও আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে উত্তপ্ত আলোচনা-সমালোচনা। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় নবীনগর বিএনপির নেতাকর্মীরা ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে লেখা ছিল—নবীনগর বিএনপি ঐক্যবদ্ধ। দল যাকে মনোনয়ন দেবে ও ধানের শীষ প্রতীক প্রদান করবে, নেতাকর্মীরা তাকেই বিজয়ী করে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেবে।

 

তবে আলোচিত ওই ছবিতে অনুপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা এডভোকেট রাজিব আহসান চৌধুরী (পাপ্পু)। এ নিয়ে তাপসের অনুসারীরা ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে পাল্টা মন্তব্য লিখেছেন—যারা সাধারণ কর্মীদের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, যাদের নিজস্ব কোনো কর্মী-সমর্থক নেই, তারাই আবার ঐক্যের গল্প শোনায়। এটা কোনো ঐক্য নয়, বরং ব্যক্তিস্বার্থ রক্ষার খেলা। ২০১৮ সালের নির্বাচনেই দেখা গেছে,জনতার নেতা একজনই ছিলেন, বাকিরা ছিলেন দুর্বল খেলোয়াড়।

 

এই পাল্টাপাল্টি স্ট্যাটাস ঘিরে মঙ্গলবার সন্ধ্যা জুড়ে নবীনগরের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে।

 

সূত্রে জানা গেছে, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় আয়োজিত একটি পরামর্শসভায় নবীনগরের নেতাদের উপস্থিতিতে আলোচিত ছবিটি তোলা হয়। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা তকদির হোসেন মো. জসিম, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক কে.এম. মামুনুর অর রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম, জেলা বিএনপির উপদেষ্টা সায়েদুল হক সাঈদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন ভূঁইয়া শিশির, মো. আলী আজ্জম জালাল, ব্যারিস্টার আসরাফ রহমানসহ আরও অনেকে।

 

স্থানীয় বিএনপির অধিকাংশ নেতাকর্মী জানান, ছবিটি প্রকাশ ও এর পরবর্তী প্রতিক্রিয়া নবীনগর বিএনপির ভেতরের বিভাজনকেই আরও প্রকট করেছে। মনোনয়ন প্রক্রিয়াকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যকার দ্বন্দ্ব ক্রমেই গভীর হচ্ছে বলে তাদের আশঙ্কা।