সাতক্ষীরায় নিখোঁজের দু’দিন পর মাছের ঘেরে পাওয়া গেল যুবকের মরদেহ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজিরহাটা এলাকায় মাছের ঘেরে ইমরান হোসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) সকালে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইমরান হোসেন (২৭) উপজেলার কেরালকাতা গ্রামের ছদর আলীর ছেলে।
নিহতের স্বজনরা জানান, গত রোববার রাত ৯টা থেকে নিখোঁজ ছিল। পরবর্তীতে থানায় নিখোঁজ ডায়েরী করা হয়। রাজমিস্ত্রীর কাজ করতো ইমরান। দুই বিবাহ নিয়ে পারিবারিক বিরোধ ছিল।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার পর মরদেহটি মাছের ঘেরে ফেলে দেয়া হয়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। আমরা অনুসন্ধান করছি এই হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত। পুলিশের একাধিক টিম এ বিষয়ে মাঠে কাজ করছে বলেও জানান তিনি।