হিট প্রজেক্টে মতাদর্শ নয়, যোগ্যতা ভিত্তিতে চূড়ান্ত: ইউজিসি চেয়ারম্যান

হায়ার এডুকেশন এক্সিলেন্স এন্ড ট্রান্সফরমেশন —হিট প্রজেক্টে কে কোন পন্থী বা কোন মতাদর্শের সেটা বিবেচনায় না নিয়ে যারা যোগ্য তাদেরকে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ইউজিসিতে হিট প্রকল্পের সাব-প্রজেক্ট নির্বাচন প্রক্রিয়া ও বাস্তবায়নে চুক্তি সই বিষয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
ইউজিসি চেয়ারম্যান বলেন, অনেক জায়গা থেকে পক্ষপাতিত্বের অভিযোগ আসলেও শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। ২৩ সালের জুলাইয়ে এ প্রকল্প শুরু হয় উল্লেখ করে তিনি বলেন, এক বছরে কাজের কোন অগ্রগতি না হওয়ায় প্রকল্প থেকে সরে যাচ্ছিলো বিশ্বব্যাংক।
জুলাই আন্দোলনের পর দায়িত্ব নিয়ে এ প্রকল্পের কাজ পুনরায় শুরু করার কথা জানান তিনি। প্রাথমিকভাবে ১৫১টি সাব-প্রজেক্ট চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এ বিষয়ে আগামীকাল চুক্তি সই হবে বলেও জানান তিনি।