ডাকসু নির্বাচনে সহনশীলতা বজায় না রাখলে সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ: ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, ডাকসু নির্বাচনে প্রার্থী ও ভোটার সবাই ঢাবি পরিবার৷ দ্বন্দ্ব-বিবাদ জিইয়ে রাখা যাবে না৷ সবাইকে সহনশীলতা বজায় রাখতে হবে।
তিনি বলেন, সহনশীল বজায় রাখতে না রাখলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে৷ তারা ঘোলা পানিতে মাছ শিকার করবে৷ প্রশাসন প্রতিনিয়ত সবার সাথে কথা বলছে। প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধীনে৷
ঢাবি ভিসি আরও বলেন, আনন্দ ঘন পরিবেশ ডাকসুর দিকে এগিয়ে যাচ্ছি৷ এখানে জয়-পরাজিত মুখ্য নয়৷ সবাই ডাকসুর মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সক্রিয় করতে ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এই নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন।
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু আজ। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। আর ৯ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রচারের সুযোগ থাকবে।