ঢাকা রবিবার, ১২ই অক্টোবর ২০২৫, ২৮শে আশ্বিন ১৪৩২


বাংলাদেশ জেল এর নতুন নাম ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’


২৬ আগস্ট ২০২৫ ১৩:২০

সংগৃহীত

কারাগার কেন্দ্রীক সংশোধনের বিষয়টির উপর অধিক গুরুত্বারোপের জন্য বাংলাদেশ জেল এর নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

কারেকশন সার্ভিস অ্যাক্ট ২০২৫ এর খসড়া চূড়ান্ত করার পর এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন একথা জানান।

 

এ সময় তিনি জানান, তীব্র জনবল সংকটের সমস্যা কাটিয়ে উঠার লক্ষ্যে সরকার কর্তৃক নতুন জনবলের অনুমোদন প্রদান করা হয়েছে এবং আরও দেড় হাজার জনবলের চাহিদা প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

 

এছাড়া নারায়ণগঞ্জে বন্দিদের জন্য কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। কারাগার থেকে বন্দিরাও মাঝে মাঝে কারা মহাপরিদর্শককে ফোন করে থাকেন বলেও উল্লেখ করেন তিনি।