ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


হোসেনপুর বিএনপির নেতাকে ১০ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় ব্যাবসায়ীকে হত্যার চেষ্টা


২৬ আগস্ট ২০২৫ ১০:২৩

সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুরে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে ও আসামীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

 

সোমবার (২৫ আগষ্ট) দুপুরে হোসেনপুর পশ্চিমপট্টি এলাকায় সংবাদ সম্মেলনে লিখিত পাঠ করেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. শামীম। 

 

লিখিতি বক্তব্যে তিনি বলেন, হোসেনপুর বাজারের পশ্চিমপট্টি এলাকায় অবস্থিত আমার মেসার্স শামীম হার্ডওয়্যার এন্ড পেইন্ট দোকানে কন্টেন্ট ক্রিয়েটার "বড় ভাই " পেইজের একদল উশৃঙ্খল ও দাঙ্গাবাজ এবং ছাত্র দলের নেতা জমসেদ ও টিকটক পেইজ বড় ভাই এর গ্রুপের মাইনউদ্দিন, সজিব মিয়া, সবুজ মিয়া সহ অনেকেই  চাদাঁ দাবি করেন। চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করায় পরের দিন দুপুরে ওই লোকজন আমাকে ও কর্মচারী মো. হাসানকে পিটিয়ে আহত করেন। এ ঘটনায় আমরা হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করি। পরে,হোসেনপুর থানায় মামলা দায়ের করা হয়।

 

হোসেনপুর থানা মামলা নং ২৪ তাং ২৫/৮/২৫ইং  বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি ও আসামীদের বিচার চাই।