ঢাকা রবিবার, ১২ই অক্টোবর ২০২৫, ২৮শে আশ্বিন ১৪৩২


উপদেষ্টা আসিফের সঙ্গে নারীর ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি: রিউমর স্ক্যানার


২৪ আগস্ট ২০২৫ ১৫:৪০

সংগৃহীত

সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে এক নারীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি এআই দিয়ে তৈরি বলে দাবি করেছে তথ্য যাচাই সংস্থা রিউমর স্ক্যানার।

 

রোববার (২৪ আগস্ট) সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, হোটেল রুমে উপদেষ্টা আসিফ ও এক নারীর ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি।

 

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, দুজনের ভিন্ন দুইটি ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে উক্ত ছবিটি তৈরি করা হয়েছে। এছাড়া, তুলনামূলক বিশ্লেষণেও ছবিতে একাধিক এআই জনিত অসঙ্গতি ধরা পড়েছে। যেমন, মূল ছবিতে ওই নারীর হাতে থাকা ফুল ভাইরাল ছবিতে অসম্পূর্ণ ও বিকৃত আকারে দেখা যাচ্ছে।