ঢাকা বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২


ডাকসু নির্বাচন: মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ


২০ আগস্ট ২০২৫ ১১:৪২

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আজ বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

 

এ নিয়ে টানা আট দিনে ডাকসুর ২৮টি পদে মোট ৬৫৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০৬ জন।

 

জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বামপন্থী ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্যও অনেকে মনোনয়নপত্র কিনেছেন।

 

এরই মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, বামপন্থী ছাত্রসংগঠন। ছাত্রদল প্রার্থীদের বিষয়ে পর্যালোচনা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবুজ সংকেত পেলেই ঘোষিত হবে পূর্ণাঙ্গ প্যানেল।

 

প্রসঙ্গত, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ। সেদিনই ঘোষণা করা হবে ফলাফল।