ঢাকা মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


নিয়ম মেনে বহিষ্কার করা হয়নি, আগে নোটিশ দেয়া হয়নি: মাহিন সরকার


১৯ আগস্ট ২০২৫ ১১:৪৯

সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। নিয়ম মেনে তাকে বহিষ্কার করা হয়নি, এর আগে কোন নোটিশ দেয়া হয়নি বলে দাবি করেছেন এনসিপির সদ্য বহিষ্কৃত এই নেতা। সোমবার (১৮ আগস্ট) রাতে যমুনা টেলিভিশনকে তিনি এসব কথা জানান।

 

মাহিন সরকার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থী হওয়া ছাড়া দলের শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো কাজ করিনি। কোনো অনিয়ম বা দুর্নীতি করিনি। তবুও কেন শৃঙ্খলা ভঙ্গের কথা বলা হলো, জানি না। ডাকসু নির্বাচনে দলের পক্ষ থেকে আরও নিচের পদে লড়তে আপত্তি নেই বলে জানানো হয়েছিল, কিন্তু আমি তাতে রাজি হইনি। শুধু এনসিপি নয়, কোনো দলের গঠনতন্ত্রেই নেই যে ডাকসু নির্বাচনে অংশ নেয়া যাবে না।

 

নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি আরও বলেন, নির্বাচন করবো, পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। শিক্ষার্থীদের জন্য কাজ করেছি, নিশ্চয়ই সাধারণ শিক্ষার্থীরা আমার সঙ্গে থাকবে— এমন আশাবাদও ব্যক্ত করেন।

 

উল্লেখ্য, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে স্ব-পদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।