ঢাকা মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


মাহিন সরকার ডাকসু নির্বাচনে অনুমতি নেননি : এনসিপি


১৯ আগস্ট ২০২৫ ১১:৪৮

সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য বহিষ্কৃত যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার ডাকসু নির্বাচনে নমিনেশন গ্রহণের পূর্বে দলের অনুমতি নেননি বলে জানানো হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে দলটির যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত এক বার্তায় এ কথা জানিয়েছেন।

 

তিনি বলেন, মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণের পূর্বে দলের মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের অনুমতি নেননি। যা দলীয় শৃঙ্খলের গুরুতর ব্যত্যয় হিসাবে পরিগণিত হয়েছে।

 

এর আগে, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে স্ব-পদ ও দায়িত্ব থেকে দলটির আহ্বায়ক এবং সদস্যসচিবের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এতদ্বারা বহিষ্কার করা হলো।