মুন্সীগঞ্জে টোল প্লাজায় নিরাপত্তাকর্মীকে মারধরের ঘটনায় মামলা

মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর সেতুর টোল প্লাজায় দায়িত্বরত আব্দুল হাসেমকে (৫৫) এক নিরাপত্তাকর্মীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় দুই যুবকের নাম উল্লেখ করে ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে সদর থানায়।
সোমবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে সদর থানায় বাদী হয়ে সরকারি কাজে বাধাদান ও মারধরের অভিযোগে ভুক্তভোগী নিজেই মামলাটি দায়ের করেন। এতে শহরের উত্তর ইসলামপুর এলাকার মিনহাজ উদ্দিন (২৮) পাপ্পুসহ (২৬) অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করা হয়।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম মামলার তথ্য নিশ্চিত করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, গত রোববার সকাল ১১টার দিকে টোলপ্লাজায় মুন্সিগঞ্জগামী বুথে সিগন্যাল দেয়ার সময় ওই দুই আসামি তাদের মোটরসাইকেল নিয়ে আগে যেতে চাইলে তাদের সিরিয়ালে থেকে নিয়মমাফিক টোল দিতে বলা হয়। এতে ক্ষিপ্ত হয়ে হুমকি-ধামকি দিয়ে টোল প্লাজা থেকে চলে যায়।
এই ঘটনাকে কেন্দ্র করে একইদিন বেলা সাড়ে ১১টার দিকে ওই দুই যুবকসহ আরও ৪-৫ জন টোল প্লাজায়় এসে ভুক্তভোগীকে নিচে ফেলে মারধর করে। একপর্যায়ে টোলপ্লাজার সামনে থাকা লাঠি দিয়ে পেটায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ সময়, নিরাপত্তা কর্মীকে মারধরকারীদের বিচারের দাবি করেন নেটিজেনরা।