ঢাকা মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


তারেক রহমানের নেতৃত্বে কৃষকের স্বপ্ন বাস্তবায়ন হবে: নবীনগরে কে.এম মামুন


১৬ আগস্ট ২০২৫ ১২:৪২

সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যাকুট ইউনিয়ন কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে মেরকুটা বাজারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতাকর্মী ও কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সম্মেলন ছিল আঞ্চলিক রাজনীতিতে একটি উল্লেখযোগ্য সমাবেশ।

 

ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মো. আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও (ব্রাহ্মণবাড়িয়া-৫) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে.এম মামুন অর রশিদ।

 

এসময় তিনি বলেন, “নবীনগরের প্রতিটি গ্রাম, প্রতিটি কৃষকের বাড়িতে আমি পৌঁছানোর চেষ্টা করেছি। তাদের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করাই আমার জীবনের লক্ষ্য। বিএনপির মনোনয়ন পেলে কৃষকদের ভাগ্য বদলের জন্য আমার সবটুকু শক্তি ও সময় উৎসর্গ করব।”

 

তিনি অভিযোগ করে বলেন, “গত ১৭ বছরে আওয়ামিলীগ সরকার দেশের অর্থনীতি ধ্বংস করেছে। ব্যাংকে জনগণের কষ্টার্জিত সঞ্চয়ও তারা হাতিয়ে নিয়েছে। কৃষক আজ ন্যায্য দাম থেকে বঞ্চিত, উৎপাদন খরচের ভারে জর্জরিত। এই পরিস্থিতি পরিবর্তন করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

 

মামুন আরো বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের ভবিষ্যতের প্রতীক। তার দূরদর্শিতা ও সাহসী নেতৃত্বেই কৃষক ও সাধারণ মানুষের মুখে আবার হাসি ফিরবে। তার হাত ধরেই আমরা একটি সমৃদ্ধ কৃষি অর্থনীতি গড়ে তুলব।”

 

সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো. আল আমিন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাবুল, নবীনগর পৌর কৃষকদলের আহবায়ক আনোয়ার হোসেন, বিদ্যাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমেদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ আরও অনেকে।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মো. বকুল মিয়া।