ঢাকা মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


সীতাকুণ্ডে আগুনে পুড়লো জাহাজের নিরাপত্তা সরঞ্জামের তিন দোকান


১৬ আগস্ট ২০২৫ ১১:৪৯

সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুনে পুড়লো জাহাজের নিরাপত্তা সরঞ্জামের তিনটি দোকান। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চেয়ারম্যানঘাটা এলাকায় এই ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায়, হঠাৎই পুরোনো জাহাজের নিরাপত্তা সরঞ্জাম বিক্রির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। নিমিষেই আরও দুটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা।

 

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে মহাসড়কের পাশে হওয়ায় আগুন ও ধোঁয়ার কারণে দীর্ঘ সময় বন্ধ থাকে যান চলাচল।